কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার ঢাকাস্থ কুয়েত দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
[৩] তিনি বলেন, শেখ সাবাহ ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।
[৪] দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য উদার নেতা ছিলেন শেখ সাবাহ। তাঁর মৃত্যুতে মুসলিমবিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারালো।
[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।
[৬] মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সেদেশের ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান ড. মোমেন। সম্পাদনা : রায়হান রাজীব