শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষাধিক নিয়োগের ঘোষণার মধ্যে অ্যামাজনের ২০ হাজার কর্মী কোভিডে আক্রান্ত

রাশিদুল ইসলাম : [২] এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে তাদের ১৯ হাজার ৮১৬ জন কর্মীর কোভিড পজিটিভ এবং তারা তাদের গুদামগুলোতে খাদ্যসহ বিভিন্ন পণ্য পরীক্ষা করে দেখছে। অ্যামাজন গত মার্চ থেকে গুদাম ও পরিষেবা মিলিয়ে মোট ১৩ লাখ ৭২ হাজার কর্মীর স্বাস্থ্যপরীক্ষা ধারাবাহিকভাবে করছে। এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্র ছাড়াও বিশে^র বিভিন্ন দেশে অ্যামাজন ঘরে ঘরে পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাহক বা পণ্যের মাধ্যমে কোভিড ভাইরাস ছড়িয়ে পড়ছে কি না এ প্রশ্ন এখন গুরুতর হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৬৫০টি শহরে ছড়িয়ে রয়েছে অ্যামাজনের ব্যবসা অবকাঠামো। এসব শহরের প্রত্যেকটিতে রয়েছে কোম্পানির গুদাম।

[৪] জন হপকিন্সের রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে যে সংক্রমণ হার রয়েছে, তেমন হলে অ্যামাজনের ৩৩ হাজারের বেশি কর্মী কোভিডে আক্রান্ত হতেন। সিএনএন বিজনেসের কাছে অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লার্ক জানান তাদের গুদামের আয়তন ও কর্মীর সংখ্যা তুলনায় কোভিডে আক্রান্তের হার এখনো কম।

[৫] অ্যামাজনের সিইও জেফ বেজোস বিশে^র অন্যতম শীর্ষ ধনী এবং কোভিড মহামারীতেও তার কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার আয় অব্যাহত রেখেছে। গত মে মাসে এক ডজনের বেশি মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ এক চিঠিতে অ্যামাজনের কর্মীদের কাজ থেকে বিরত রাখতে বলেন। অ্যামাজনের পক্ষ থেকে বলা হয় কর্মীদের সুরক্ষায় অন্তত তারা দেড়’শ বার প্রক্রিয়া পরিবর্তন করেছে।

[৬] এ পর্যন্ত অ্যামাজনের ১০ জন কর্মী কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বিভিন্ন এ্যাডভোকেশি গ্রুপের পক্ষ থেকে অ্যামাজন কর্মীদের সার্বিক অবস্থা জানানোর দাবি ওঠে। অ্যামাজনের কর্র্মীদের কোভিডে আক্রান্ত হওয়ার এমন এক সময় এল যখন কোম্পানিটি আগামী ১৩ ও ১৪ অক্টোবর বছরের প্রাইম ডে সেলসের বিশাল প্রস্তুতি নিচ্ছে। গত মাসেই অ্যামাজন নতুন করে আরো এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা দেয়। গত মার্চে অ্যামাজন ১ লাখ ও এপ্রিলো আরো ৭৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল অ্যামাজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়