শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ‘আমার মৃত্যুর জন্য দায়ী আরিয়ান হাসান সুমন, আমি আত্মহত্যা করলাম, বাই’ লেখা নোটটি ওই শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পল্লীবিদ্যুৎ এলাকার অফিসার্স স্যোসাইটি এলাকার মাহফুজা বেগমের মালিকানাধীন বাড়ির কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরাইয়া জামান স্বর্ণা (১৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা ও গৃহিনী মায়ের সাথে পল্লীবিদ্যুৎ এলাকার অফিসার্স স্যোসাইটি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।

ওই শিক্ষার্থীর বাবা রাহাত তালুকদার আসাদ জানান, বিকেলে আমি গার্মেন্টসে ও আমার স্ত্রী বাসা থেকে দূরে একটি এনজিওতে যান। তখন আমার স্বজনের ছোট এক শিশুকে রুমে ঘুম পাড়িয়ে রেখেছিল আমার মেয়ে। এসব কথা ফোন করে মেয়ে আমাকে জানায়। এর কিছুক্ষণ পর পাশের বাসার একজন আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলেন। পরে বাসায় এসে মেয়েকে বিছানার উপর মৃত অবস্থায় পান তিনি। এসময় আরিয়ান খান সুমন নামে এক যুবক তার মৃত্যুর জন্য দায়ী মেয়ের হাতে লেখা এমন একটি চিঠি পান তারা।
আশুলিয়া থানার উপ পরিদর্শক মহির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে প্রেম ঘটিত ব্যাপারের জেরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বিড-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়