রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার একমাত্র ঘাতক আসামি ফারুক'কে আটক করেছে র্যাব-৭।
[৩] বৃহস্পতিবার ১ অক্টোবর র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল চাদগাঁও অফিসে প্রেস ব্রিফিংয়ে বলেন, এদিন ভোরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। উক্ত জোড়া খুনের ঘটনা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম এর মেয়ে ময়ূরী আক্তার বাদী হয়ে চান্দগাঁও থানায় আসামী মোঃ ফারুক (৩৩), পিতা- মোঃ সিরাজসহ অজ্ঞাতনামা কয়েকজন এর বিরুদ্ধে ০১ টি হত্যা মামলা দায়ের করে।
[৪] খুনী মোঃ ফারুক চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন পাক্কার মাথা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে এই সময় তার দেহ তল্লাশী করে ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১ টি ছুরি উদ্ধার করে।
[৫] মশিউর রহমান জুয়েল আরও জানান, ফারুককে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জোড়া খুনের কথা স্বীকার করে। বিভিন্ন বিষয়ে ঝগড়া ঝাটি থেকে একপর্যায়ে ক্ষুব্দ হয়ে পাতানো বোন গুলনাহারকে হত্যা করে। হত্যার সময় ০৯ বছরের ছেলে রিফাত দেখে ফেলায় তাকেও নৃশংসভাবে হত্যা করে খুনী ফারুক। ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
[৬] ব্রিফিংকালে র্যাব এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএস পি মাহমুদুুল হাসান মামুুন, এএসপি মোহাম্মদ তারেক আজিজ এবং অন্যান্য র্যাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।