কূটনৈতিক প্রতিবেদক: [২] অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিত দেশটির ফেডারেল রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের কাছে পরিচয়পত্র হস্তান্তর করতে গেলে তিনি এ আশা করেন।
[৩] ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রিয়া সফরকালে তার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন অস্ট্রিয়ার রাষ্ট্রপতি।
[৪] বুধবার ভিয়েনার হফবার্গ প্যালেসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জানান।
[৫] বৈঠকে অস্ট্রিয়ার রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
[৬] রাষ্ট্রদূত জানান, এখন পর্যন্ত ১.১ মিলিয়নের বেশি রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।
[৭] মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষে অস্ট্রিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
[৮] তিনি প্রধানমন্ত্রীর গৃহীত ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’, ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, জলবায়ু পরিবর্তন ও করোনার প্রভাব মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রচেষ্টার কথা জানান।
[৯] পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে অস্ট্রিয়ার সামরিক বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের রাষ্ট্রদূতকে সম্মানসূচক ‘গার্ড অব অনার’ প্রদান করে। সম্পাদনা : রায়হান রাজীব