শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ থেকে আমেরিকায় আবারও সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান

সালেহ্ বিপ্লব: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যেতো নিউইয়র্কে। বন্ধ হয়েছে ২০০৬ সালে।বিমান চলাচলের প্রতিবন্ধকতা কাটাতে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপত্তাসহ অন্যান্য মানদন্ডে ক্যাটাগরি ওয়ান-এ উন্নীত করার তাগিদ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন।

[৩] বুধবার দুই দেশের মধ্যে এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট সই হয়েছে। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নিজ নিজ দেশের পক্ষে সই করেন।

[৪] চুক্তিতে বলা হয়েছে, দুই দেশ যে কোনও সংখ্যক যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে পারবে।

[৫] বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা এরই মধ্যে ক্যাটাগরি ওয়ান-এ চলে এসেছি। এখন অপেক্ষা করছি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতির। তারা এখন অডিট করবে। আশা করছি, অডিটে ইতিবাচক ফলাফল আসবে, ২০১২১ সাল থেকে আমরা সরাসরি ফ্লাইট চালু করতে পারবো।

[৬] বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দু’দেশের সম্পর্ক উন্নয়নের অনন্য নিদর্শন এই চুক্তি। এভিয়েশন হাব ও পর্যটন গন্তব্যে পরিণত করতে এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়