স্পোর্টস ডেস্ক : [২] প্রতিযোগিতাটি যদি হয় ফরাসি ওপেন, তাহলে এ আসরের বরাবরের ফেভারিট রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজাই বলা হয় তাকে। আর এ আসরে সূচনাটাও দারুণ হয়েছে তার। বেলারুশের ইগর গেরাসিমোভকে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন এ স্প্যানিশ তারকা।
[৩] গেরাসিমোভকে সরাসরি সেটে হারিয়েছেন নাদাল। ৬-৪, ৬-৪ ও ৬-২ গেমে হারান ক্লে কোর্টে ১২টি শিরোপা জয়ী এ তারকা।
[৪] জয়ের পর উচ্ছ¡সিত নাদাল বলেন, আমি আবার কোর্টে ফিরতে পেরে সত্যিই খুশি। এখানে উপস্থিত থাকার জন্য (সর্বাধিক ১০০০) দর্শকদের ধন্যবাদ। আশা করি পরের বছর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আমি অনেক দর্শকের সামনে খেলব। আমি আমার সেরা খেলতে যাচ্ছি এবং দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরে আমি আনন্দিত। - ডেইলি স্টার