শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরে শেখ হাসিনা-মোদী ও মঙ্গলবার ভারত-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠক: ড. মোমেন

তরিকুল ইসলাম : [২] সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি বৈঠকে বসবেন আর না হলে ভার্চ্যুয়ালি বৈঠকে বসবেন।

[৩] পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরিকল্পনা নেই বলেও জানান ড. মোমেন।

[৪] কূটনৈতিক সূত্র বলছে, ষষ্ঠ বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এয়ার বাবল ও ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকা উভয় দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচলের বিষয়টি বিষয়টি চূড়ান্ত করবেন ।

[৫] এছাড়া, যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ এবং গোমতী-দুধকুমার-ধরলাসহ ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টনের ব্যাপারে প্রাথমিক সমঝোতা হবে।

[৬] মুজিববর্ষ এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী উদযাপনের রূপরেখা স্থির করা এবং ভারতের ঋণ বা লাইন অব ক্রেডিটের আওতায় যেসব প্রকল্প বাংলাদেশে রূপায়িত হচ্ছে, সেগুলোর মনিটরিংয়ের জন্য সচিব পর্যায়ের একটি কমিটি গঠন নিয়ে বিস্তর আলোচনা হবে।

[৭] গত বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে কমিশনের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের পক্ষের নেতৃত্ব দেন। ওই বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়