শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে ৩শ বিঘা কৃষি জমি পানি বন্দি! ১০টি শ্যালো মেশিন দিয়ে উদ্ধারের চেষ্টা

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে : [২] বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর এলাকায় নিম্নাঞ্চলের ৩শ বিঘা কৃষি জমি পানি বন্দি হয়ে পড়েছে। কৃষি জমি উদ্ধারে ৩টি গ্রামের ২০/২৫ জন কৃষক ও যুবসমাজ ১০টি শ্যালো মেশিন দিয়ে সেচ করে উদ্ধারের চেষ্টা করছে গত ১১দিন যাবত।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে পানি জমে ও উজান থেকে নেমে আসা পানির ঢলে বগুড়ার শেরপুর উপজেলার নিম্নাঞ্চলের ঘোড়দৌর মেঘাই খাল দিয়ে পানি প্রবেশ করে ঘোড়দৌর, পারভবানীপুর, নগর এলাকয়সহ কয়েকটি গ্রামের প্রায় ৩শ বিঘা জমির করলা, মরিচ, বেগুন, পোটল, সিম, ফুলকপি, বাধাকপি, কুমুড় আমন ধানের আবাদ পানিতে বন্ধি হয়ে পরে। বেশি দিন পানি বন্দি হয়ে থাকলে কৃষি আবাদ নষ্ট হয়ে যাবে। আর এ সকল কৃষি আবাদি জমির পানি শুকাতে ৩টি গ্রামের কৃষকরা সাধ্য মত ১০টাকা থেকে শুরু করে ২০হাজার টাকা করে দিয়ে ১১দিন যাবত ১০টি শ্যালো মেশিন দিয়ে দিন রাত ২৪ ঘণ্টায় প্রায় দৈনিক ১৭/২০ হাজার টাকা খরচ করে পানি সেচ করছে কৃষকরা। এবং ৩০ হাজার টাকা ব্যায়ে লোহার ষ্টিল ক্রয় করে ঘোড়দৌর মেঘাই খালের মুখ বন্ধ করে দিয়েছে, যেন বন্যার পানি আর প্রবেশ করতে পারে না।

[৪] শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া জাকারিয়া, রব্বাানী, আবিদুর, হেটলু, আব্দুর রহিমন, আইজুল, হালিম, আলতাব আলী, আইজুল, আমিনুল, মান্নান জানান, আমরা ১১দিন হয়েছে ঘোড়দৌর মেঘাই খালের সাকোটির মুখ বন্দ করে পানি সেচ করছি। এই ১১দিনে ৪ফিট পানি কমিয়েছি। এতে অনেক জমি জাগিয়ে উঠেছে, রক্ষা পাচ্ছে কৃষি আবাদ। আমরা যদি সরকারি কোন সহযোগিতা পাই তাহলে কৃষি আবাদি কৃষক বাচবে এবং কিছুটা উপকৃত হব। আর সেচ প্রকল্প হতে অর্থ বরাদ্ধ/সহযোগিতা পেতে ইউএনও বরাবর একটি আবেদন দেওয়া হয়েছে।

[৫] এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের সহযোগিতা করতে সরকারি ভাবে অথবা সেচ প্রকল্প হতে অর্থ বরাদ্ধ দেওয়া চেষ্টা করব।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়