শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেসটিনির রফিকুল আমীনের জামিন আপিলেও নামঞ্জুর

মহসীন কবির : [২] দুই মামলায় ডেসটিনি গ্রুপের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন জামিন নামঞ্জুর করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ।  রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ রায় দেন।

[৩] গত ২৪ সেপ্টেম্বর আপিল বিভাগে ওই জামিন আবেদন দুটির ওপর শুনানি সম্পন্ন হয়। আদালতে রফিকুল আমীনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

[৪] হাইকোর্ট গত ২০ আগস্ট রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। এ অবস্থায় এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন রফিকুল আমীন।

[৫] গত ১০ সেপ্টেম্বর চেম্বার বিচারপতির আদালত জামিন না দিয়ে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগে শুনানি হয়।

[৬] মানি লন্ডারিং-এর অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এগারো শ ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দু’টি করা হয়।

[৭] ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে এ মামলায় কয়েক দফা জামিন আবেদন খারিজ করেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়