শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পহেলা অক্টোবর থেকে ডিএনসিসিতে ঝুলন্ত তার অপসারণ হবে

সুজন কৈরী : [২] ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত হবে রাজধানী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আগে থেকেই ক্যাবল অপসারণ চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অক্টোবর থেকে পহেলা অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু হবে। তবে নির্দিষ্ট সড়কভিত্তিক বিকল্প ব্যবস্থা চালু করে সরানো হবে ঝুলন্ত তারের জঞ্জাল বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

[৩] উত্তর সিটি এলাকায় ক্যাবল সংযোগ নিরবচ্ছিন্ন রাখার নানা উদ্যোগ থাকলেও দক্ষিণ সিটিতে তা অনুপস্থিত। সমন্বিত ব্যবস্থার অভাবে তার অপসারণে গ্রাহক ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ সেবাদাতা সংগঠনগুলোর।

[৪] এদিকে রাজধানীর উত্তরায় নিজেরাই উদ্যোগী হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে অপ্রয়োজনীয় তার সরাতে দেখা গেছে সেবাদাতাদের।

ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম বলেন, সংযোগের বিকল্প ব্যবস্থা করেই প্রধান সড়ক থেকে তারের জঞ্জাল সরানো হবে। এজন্য মাটির নিচ দিয়ে ক্যাবল নেয়ার পাইলট প্রকল্পও চলছে।

[৫] তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে এখনও কোন অভিযান পরিচালিত হচ্ছে না। আমরা এক তারিখ থেকে অভিযান শুরু করবো। আমরা পাকিস্তান অ্যাাম্বাসির সামনে থেকে শুরু করে শুটিং ক্লাব পর্যন্ত রোডটা সবার আগে ক্যাবল মুক্ত করতে চাচ্ছি। তবে তার অপসারণ শুরু হলে নিরবচ্ছিন্ন সেবায় কিছুটা ভোগান্তি হতে পারে জানিয়েছেন তিনি।

[৬] অপরদিকে উত্তর সিটির মতো দক্ষিণ সিটিতে ক্যাবল ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের অভাব দেখছে আইএসপিএবি। সংগঠনের সভাপতি আমিনুল হাকিম বলেন, পাকিস্তান অ্যাাম্বাসি থেকে শুটিং কমপ্লেক্স পর্যন্ত যে ক্যাবলটা কাটা হচ্ছে এতে কেউই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবে না। এটার কারণ হচ্ছে তারা সমন্বয় করে কাজ করছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবল কাটবেন উনি কালকে কোথায় কাটবেন আজকে কোথায় কাটবেন কিছুই জানি না।

[৭] শহরজুড়ে এলডিপি পয়েন্ট বাড়লে ঝুলন্ত তার কমার কথা জানিয়ে আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বলেন, দুই বাড়ির মাঝখানে একটি করে যদি এলডিপি থাকে তাহলে আমরা আইএসপিএবি থেকে নিশ্চিত করতে পারি যে কোন ঝুলন্ত তার থাকবে না। সিটি কর্পোরেশন যদি আমাদের একশ মিটার করে ক্যাবল বের করার অপশন করে দেয় ঢাকা সিটিতে কোনো ঝুলন্ত ক্যাবল থাকবে না।

[৮] ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, তারের জঞ্জাল সরাতে অভিযান চলমান থাকবে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, তাই সমাধানেও কিছুটা সময় লাগবে। আমাদের নিয়মিত অভিযান চলছে। এখনো পর্যন্ত ১০কোটি টাকার ক্যাবল অপসারণ হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। সূত্র: ডিবিসি নিউজ অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়