শিরোনাম
◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন জনমত জরিপে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে ডেমোক্রেটকরা ভয় পাচ্ছেন: আলী রীয়াজ

দেবদুলাল মুন্না: [২] এ ধারণা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজের। তিনি মনে করেন বিভিন্ন জনমত জরিপে এগিয়ে থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটরা যে স্বস্তি পাচ্ছেন না তিন কারণে।

[৩] রীয়াজ মনে করেন, ২০১৬ সালের দুঃস্বপ্ন তাঁদের সব সময় তাড়া করছে। যদিও এটাও তাঁরা জানেন যে ২০১৬ সালে নির্বাচনের ছয় সপ্তাহ আগে ফাইভ থার্টিএইট-এর হিসাবে ট্রাম্পের চেয়ে মাত্র ১ দশমিক ৫ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন। কিন্তু এখন বাইডেন এগিয়ে আছেন ৬ দশমিক ৮ পয়েন্টে। কিন্তু এটি তাঁদের অস্বস্তি কমায় না, কেননা নির্বাচনে জাতীয় গড়ের চেয়ে বেশি দরকার ইলেকটোরাল কলেজ ভোট। তাঁরা বুঝতে পারছেন না যে এ ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর জনমত জরিপে ভরসা করা যায় কি না।

[৪] দ্বিতীয় কারণ হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেইডার গিন্সবার্গের মৃত্যুর পর তাঁর জায়গায় একজন রক্ষণশীল বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে ট্রাম্পের পদক্ষেপ এবং সিনেটে রিপাবলিকান দলের সদস্যদের ঐক্যে দলের সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তার প্রভাব কী পড়বে, সেই বিষয়ে অনিশ্চয়তা।

[৫] তৃতীয় কারণ হচ্ছে, বিজয়ের জন্য হিস্পানিক ভোটারদের মধ্যে বাইডেনের জনসমর্থন যথেষ্ট কি না, সে ব্যাপারে পুরো নিশ্চিত না হওয়া। যদিও জাতীয়ভাবে ল্যাটিনো জনগোষ্ঠীর মধ্যে বাইডেনের সমর্থন ট্রাম্পের চেয়ে অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়