শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা উপনির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ নেই: টুকু

শাহানুজ্জামান টিটু : [২] পাবনা উপনির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, নির্বাচন করার মতো অনুকূল পরিবেশ এখানে নেই। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন ক্ষমতাসিন দলের প্রার্থী। ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে। তিনি বলেন, এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচনে থাকা না থাকা নিয়ে আমাদের ভাবতে হবে। যদিও আমরা চাই নির্বাচনে শেষ মূর্হুত পর্যন্ত থাকতে।

[৩] জাতীয় সংসদের দুটি আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গুণ্ডাবাহিনী। নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

[৪] পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত দেখছি না। আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ভোটাদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। এভাবে তো একটা নির্বাচন হতে পারে না। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরেপক্ষ হয় তাহলে ভোটাররা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে, এতে কোনো সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়