শিরোনাম
◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা উপনির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ নেই: টুকু

শাহানুজ্জামান টিটু : [২] পাবনা উপনির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, নির্বাচন করার মতো অনুকূল পরিবেশ এখানে নেই। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন ক্ষমতাসিন দলের প্রার্থী। ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে। তিনি বলেন, এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচনে থাকা না থাকা নিয়ে আমাদের ভাবতে হবে। যদিও আমরা চাই নির্বাচনে শেষ মূর্হুত পর্যন্ত থাকতে।

[৩] জাতীয় সংসদের দুটি আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গুণ্ডাবাহিনী। নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

[৪] পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত দেখছি না। আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ভোটাদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। এভাবে তো একটা নির্বাচন হতে পারে না। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরেপক্ষ হয় তাহলে ভোটাররা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে, এতে কোনো সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়