শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আ. লীগে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না: ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাৎ করে কেউ দলে এলে প্রথমেই নেতা বানানো যাবে না। দলের প্রেসিডিয়াম সভায় নেত্রীর নির্দেশনা মেনেই কমিটি করতে হবে। আওয়ামী লীগ সীমিত পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে। জাতীয় সম্মেলনের আগে পরে ৩১টি সাংগঠনিক জেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। করোনা সংক্রমনের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কিছুটা বিলম্ব হলেও অধিকাংশ কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে।

[৪] তিনি বলেন, ৮টি বিভাগের জন্য আটটি টিম, সাংগঠনিকভাবে প্রস্তুত। নেত্রীর কাছে তালিকা জমা দিয়েছি। দলীয় সভাপতি স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কর্মসূচি পরিচলনা নির্দেশ দিয়েছেন। দলের সম্মেলনের পর ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় গৃহবন্দি ছিলাম। করোনা কারণে শতবার্ষিকীর কর্মসূচি পুনর্বিন্যাস হয়েছে।

[৫] তিনি আওর বলেন, অদৃশ্য করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী মানুষের কষ্ট লাঘবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই বয়সেও তার গতি অ্যারাবিয়ান হর্সের মতো। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশের সব মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা-গির্জাসহ সব উপসানালয় বিশেষ প্রার্থনা ও সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করবে। ওই দিন দলের মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হতে হবে।

[১০] শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়