শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তীব্র বাকযুদ্ধ, দুই দেশের সম্পর্ক ভীষণ বিপদজনক দিকে যাচ্ছে বললেন মহাসচিব

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেলি ক্রাফ্ট চীনের সমালোচনা করে বলেন কোভিড ভাইরাসের উৎস আড়াল করে তার বিপদকে হ্রাস করার পাশাপাশি চীন এ ব্যাপারে বৈজ্ঞানিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। ফলে চীনে উদ্ভুত স্থানীয় মহামারীটি বিশ^ব্যাপী মহামারীতে রুপান্তরিত করেছে। এ বক্তব্যের তীব্র সমালোচনা করে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, যথেষ্ট হয়েছে, বিশে^র জন্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক সমস্যা তৈরি করেছে। কোভিড নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই দুই দেশের রাষ্ট্রদূত বিতর্কে জড়িয়ে পড়ে। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেলির বক্তব্যের দ্রুত জবাব দিয়ে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং বলেন আমি অবশ্যই বলছি, যথেষ্টই হয়েছে। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড ভাইরাসকে চায়না ভাইরাস বলে ফের কটাক্ষ করেন। চীনের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রে কোভিড নিয়ে এমন শব্দ শুনছি যা এই পরিবেশের সঙ্গে দ্বন্দ্বপূর্ণ।

[৪] চীনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাচুয়াল বক্তব্যে কোভিড সম্পর্কে চীন তথ্য দিয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলেন।

[৫] ঝ্যাং আরো বলেন যুক্তরাষ্ট্র শুধু দোষারোপ করছে এবং এটাই কোভিডে দেশটিতে ৬০ লাখ আক্রান্ত ও ২ লাখ মানুষ মারা যাওয়ার জন্যে দায়ী।

[৬] জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যে কড়া সমালোচনা করে বলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জাতিসংঘের সুরক্ষিত এই পরিষদের প্লাটফর্মকে কোনো সদস্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার জন্যে বেছে নিয়েছে।

[৭] জাতিসংঘের মহাসচিব আন্তেনীয় গুতেরেস সদস্য দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্ব আরো করে বলেন চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভীষণ বিপদজনক দিকে আগাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়