সিরাজুল ইসলাম: [২] রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকায় ১৯৮৬ সালে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক, সাপ্তাহিক উত্তর জনপদের নির্বাহী সম্পাদক ও দৈনিক প্রথম প্রভাতের সম্পাদক ছিলেন৷
[৩] এছাড়া দৈনিক সকালের খবর, সংবাদ সংস্থা বিএনএস, আবাস, ইউএনবি এবং দৈনিক আলোকিত বাংলাদেশ, সোনালী বার্তা, দৈনিক পত্রিকা, দৈনিক নবরাজ, প্রতিদিনের সংবাদ, সচেতন প্রতিদিন ও প্রথম প্রভাত পত্রিকায় বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শওকত হোসেন।
[৪] ২০১৯ সালে তিনি দৈনিক ‘মানবকণ্ঠ’ পত্রিকার সিটি এডিটর হিসেবে যোগ দেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।