শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন, সরকারী খাদ্য সহায়তার ৬৯০ কেজি চাল উদ্ধার

সুজন কৈরী: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে সরকারী খাদ্য সহায়তার ৬৯০ কেজি চাল উদ্ধার করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী কদমতলী গ্রাম থেকে এক ব্যক্তি ফোন করে করে জানান, গ্রামের একটি বাড়িতে সরকারী খাদ্য সহায়তার বিপুল পরিমাণ চালের বস্তা পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছে। কলার আরও জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত, তাই তিনি তার নিজের নাম-পরিচয় গোপন রাখতে চান।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে ধনবাড়ীর ইন্সপেক্টর তদন্তের কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেইসঙ্গে সংবাদ পেয়ে এসি ল্যান্ড ধনবাড়ী ও ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সৈকত হাসান ৯৯৯ কে ফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে একটি গুদাম ঘর থেকে ২৩ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৬৯০ কেজি) উদ্ধার করা হয়। তবে গুদাম ঘরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়