আশিক এলাহী : চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার এইচএসসি পড়ুয়ার ছাত্রের রহস্যমৃত্যু। সন্ধ্যার দিকে মামার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর দেহ । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোমরা আছুয়া পাড়া মামার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থার মধ্যে থেকে উদ্ধার করা হয় ছাত্রের মৃতদেহ ।
মৃতের নাম মুহাম্মদ জাহেদ (১৮)। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজালায় বাসিন্দা তিনি। তিনি সেলিমা কাদের চৌধুরী কলেজে এইচএসসি ২য় বর্ষে পড়তেন। আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে এই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে তাঁর মৃত্যুর নেপথ্যে গাফিলতি থাকতে পারে বলে দাবি করেছেন মৃতের কয়েকজন বন্ধু। যদিও এ বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছে সবাই।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবে না।