শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যুবকের মৃত্যু

মো.বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদিতে ডুবে সোহেল (৩২) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে দেড় ঘন্টা চেষ্টার পর সোহেলের মরদেহ উদ্ধার করে। সোহেল নেত্রকোনার দুলু মিয়ার ছেলে । তাঁর পরনে লুঙ্গি ছিল। তিনি স্বপরিবারে সারুলিয়া বাজার এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি চার বছরের একটি ছেলে,প্রতিবন্ধী স্ত্রী ও রেখে গেছেন।

[৪] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি বলেন, বুধবার বেলা ১১ টার দিকে সোহেল নামের ওই যুবক শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ওয়াসা ঘাটে গোসল করতে নামে। এ সময় সোহেল পানিতে ডুব দিলে স্রোতের টানে হারিয়ে যায়। লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা টিম গিয়ে লাশ সনাক্ত করেছে। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়