মহসীন কবির : [২] ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এখনো অন্তত ২৫ জন। ভবনটি রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ধসে পড়ে বলে আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
[৩] প্রতিবেদনে বলা হয়, তিনতলা ভবনটি ধসে পড়ার সময় ভবনের বাসিন্দারা ঘুমাচ্ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, তারা ১১ জনকে উদ্ধার করেছে, তাদের মধ্যে এক শিশু রয়েছে। স্থানীয়রা বলছে, ভবন ধসের পর রাত ৩টা ৪০ মিনিটের দিকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।