প্রভাষ আমিন: ক্ষমতাই কি আহমদ শফীকে এতোদিন বাঁচিয়ে রেখেছিলো! নাকি ক্ষমতা হারানোর বেদনাটা একদিনও সইতে পারলেন না? হাটহাজারী মাদ্রাসা তথা সারাদেশের কওমি মাদ্রাসা নেটওয়ার্কের মূল কর্তৃত্ব হারানোর ২০ ঘণ্টার মধ্যে মারা গেলেন মাওলানা শাহ আহমেদ শফী। কাল (১৭ সেপ্টেম্বর) এই সময় হলে লেখা হতো, হাটহাজারী মাদ্রাসার মহাসচিব, এখন লিখতে হচ্ছে সাবেক মহাসচিব। পৃথিবীটাই এমন।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী আসলে ছিলেন বাংলাদেশের ইসলামের বিকাশের পথে সবচেয়ে বড় বাধা। নারীদের লোভনীয় তেঁতুল মনে করা আল্লামা শফী ছিলেন নারী প্রগতি ও উন্নয়নেরও বাধা। তবুও পরকালে তার শান্তি কামনা করছি। আল্লাহ পরম দয়ালু। আল্লাহ চাইলে আল্লামা শফীর সমস্ত পাপ মাফ করে দিতে পারেন। ফেসবুক থেকে