কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার দেশটির আদালতের কাউন্সিলর আব্দুল্লাহ আল-ওসমানের আদালতে তার বিচার শুরু হয়।
[৩] বিচারক মামলার কার্যক্রম স্থগিত করে আগামী ১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
বাংলাদেশের কোনো এমপিকে এর আগে কখনই বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়নি।
[৪] পাপুলসহ নয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন।
[৫] গত ৬ জুন এমপি পাপুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন কুয়েতের সরকারি কৌঁসুলিরা। সে সময় তার প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
[৬] সন্দেহভাজন আসামিদের মধ্যে এমপি পাপুলসহ ছয়জন এখন কারাগারে আছেন।
[৭] কুয়েতের আল কাবাসের প্রতিবেদনে বলা হয়, পাপুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
[৮] এমপি পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত নারী আসনের এমপি।
[৯] পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর তিনিসহ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পাদনা : খালিদ আহমেদ