শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি থাকায় আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেনি বাংলাদেশ

তরিকুল ইসলাম: [২] চুক্তি স্বাক্ষরের পর মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি মামলা করলে রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা হতে পারে বলেই রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেস্টায় মনোযোগ দিয়েছে ঢাকা।

[৩] বাংলাদেশ কৌশল হিসেবে ইসলামী দেশগুলোর জোটে সিদ্ধান্ত নিয়ে গাম্বিয়ার মাধ্যমে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়েছে। সমর্থন আদায়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোতে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

[৪] মিয়ানমারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণে দেশটির বন্ধু রাষ্ট্র চীন এবং ভারতের বিষয়টিও ভাবতে হয়েছে ঢাকার কূটনীতিকদের।

[৫] এ কারণেই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে বিশ্বের মুসলিমপ্রধান ৫৭টি দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়া গণহত্যা প্রতিরোধবিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে।

[৬] বাংলাদেশ ওআইসির উদ্যোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা সমর্থন দিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।

[৭] এছাড়া রোহিঙ্গা ইস্যু তদন্তে গঠিত ওআইসির কমিটির প্রধানও ছিল গাম্বিয়া।

[৮] অর্থনৈতিকভাবে দুর্বল গাম্বিয়াকে এ মামলা চালিয়ে যেতে ওআইসিসহ বিশ্বের বেশ কিছু দেশ সহায়তা করছে।

[৯] জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত এ সর্ম্পকিত কমিশনের রিপোর্টসহ সংশ্লিষ্ট সব ডকুমেন্ট গাম্বিয়াকে সরবরাহ করেছে বাংলাদেশ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়