রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইশান দ্রং (৬২) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধের নিজে ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
[৪] এ বিষয়ে সকালেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা অধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এ তথ্যটি নিশ্চিত করেছে দুর্গাপুর থানা পুলিশ।
[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ইশান দ্রং উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত দন খাং নাফাকের ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। তার ছোট মেয়ে লোহরী রেমা পুলিশের কনস্টেবল এবং বর্তমানে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় কর্মরত রয়েছে
[৬] পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মৃত ইশান দ্রং ও তার স্ত্রী দুজনে আলাদা কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল ৮টার দিকে মৃতের স্ত্রী কল্পনা রেমা স্বামীর কক্ষে ঢুকে দেখেন তার স্বামী ঘরের আড়ার (ধরনা) সাথে ঝুলে আছে। পরে মৃতের ছেলে তন্নয় রেমা (৩১) পুলিশকে বিষয়টি অবগত করে। পুলিশের ধারনা বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে পরের দিন ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।
[৭] দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলতে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি