শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইশান দ্রং (৬২) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধের নিজে ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

[৪] এ বিষয়ে সকালেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা অধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এ তথ্যটি নিশ্চিত করেছে দুর্গাপুর থানা পুলিশ।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ইশান দ্রং উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত দন খাং নাফাকের ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। তার ছোট মেয়ে লোহরী রেমা পুলিশের কনস্টেবল এবং বর্তমানে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় কর্মরত রয়েছে

[৬] পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মৃত ইশান দ্রং ও তার স্ত্রী দুজনে আলাদা কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল ৮টার দিকে মৃতের স্ত্রী কল্পনা রেমা স্বামীর কক্ষে ঢুকে দেখেন তার স্বামী ঘরের আড়ার (ধরনা) সাথে ঝুলে আছে। পরে মৃতের ছেলে তন্নয় রেমা (৩১) পুলিশকে বিষয়টি অবগত করে। পুলিশের ধারনা বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে পরের দিন ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।

[৭] দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলতে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়