শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ব্যবহার না করলে সেবা বন্ধ

মাহফুজ নান্টু: [২] করোনা সংক্রমন এখন কমে এসেছে। তবে আসন্ন শীতে সর্তক না হলে করোনা আরো বেড়ে যাবে। তাই নিজের জন্য পরিবারের জন্য সর্বোপরি দেশের জন্য আমরা সবাই মাস্ক ব্যবহার করবো। না হয় মাস্ক ব্যবহার না করলে সেবা বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমী থেকে প্রচারাভিযান শেষে সর্ব সাধারণের উদ্দেশ্য কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ কথা বলেন।

[৩] কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে প্রচারাভিযানের স্লোগান ছিলো “করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সচেতনতামূলক এ র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ লাইনস এর মূল ফটকে এসে শেষ হয়।

[৪] পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান। তিনি বলেন, করোনা এখন খুব কম সংক্রমিত হচ্ছে। তাই আমাদের উচিৎ এ সময়টাতে আরো বেশী সচেতন হওয়া। না হলে আসন্ন শীতে তীরে এসে তরী ডুবে যাবে।

[৫] সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) পিন্টু ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন,কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ সরকারী বেসরকারী অধিদপ্তরের প্রতিনিধিরা। পরে গানে গানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়