শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ব্যবহার না করলে সেবা বন্ধ

মাহফুজ নান্টু: [২] করোনা সংক্রমন এখন কমে এসেছে। তবে আসন্ন শীতে সর্তক না হলে করোনা আরো বেড়ে যাবে। তাই নিজের জন্য পরিবারের জন্য সর্বোপরি দেশের জন্য আমরা সবাই মাস্ক ব্যবহার করবো। না হয় মাস্ক ব্যবহার না করলে সেবা বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমী থেকে প্রচারাভিযান শেষে সর্ব সাধারণের উদ্দেশ্য কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ কথা বলেন।

[৩] কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে প্রচারাভিযানের স্লোগান ছিলো “করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সচেতনতামূলক এ র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ লাইনস এর মূল ফটকে এসে শেষ হয়।

[৪] পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান। তিনি বলেন, করোনা এখন খুব কম সংক্রমিত হচ্ছে। তাই আমাদের উচিৎ এ সময়টাতে আরো বেশী সচেতন হওয়া। না হলে আসন্ন শীতে তীরে এসে তরী ডুবে যাবে।

[৫] সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) পিন্টু ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন,কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ সরকারী বেসরকারী অধিদপ্তরের প্রতিনিধিরা। পরে গানে গানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়