সালেহ্ বিপ্লব: [২] ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র বিষয়ক বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে ১৮ অক্টোবর। গত মাসে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্পুৎনিক, রয়টার্স
[৩] ইরানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইলিয়ট আব্রামস আজ বলেন, ইরানের সঙ্গে লেনদেন করলে অস্ত্রবিক্রেতাদের ওপর পুরোপুরি অবরোধ আরোপ করবে ওয়াশিংটন।
[৪] ইলিয়টের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও জানান, ইরানের ওপর অস্ত্র-নিষেধাজ্ঞা স্থায়ী করতে চায় ওয়াশিংটন। এ লক্ষ্যে জাতিসংঘে আগামী সপ্তাহেই একটি প্রস্তাব পাসের জন্যে তারা কাজ করছেন।