শিরোনাম
◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব ◈ মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির দুই নেতার আবেদন বাতিল ◈ কমালো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকেই কার্যকর ◈ বাংলাদেশ–নেপালের নির্বাচন থেকে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ: নতুন বছরে দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রে যে ৫ বিষয় ◈ এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলার মরদেহ উদ্ধার ◈ নির্বাচনী রাজনীতিতে চাঙ্গা বিএনপি, জামায়াতও দিলো চমক ◈ বি‌পিএল: নাটকীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রা‌নে হারা‌লো সি‌লেট টাইটান্স

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনাধীন রয়েছে: অর্থমন্ত্রী

সোহেল রহমান : [২] পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

[৩] বুুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

[৪] অর্থমন্ত্রী বলেন, আমাদের হাতে যেটা আছে, যদি রাজস্ব খাতে কোন কিছু করার থাকে, তাহলে অবশ্যই ছাড় দেয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও বিবেচনা করা হবে।

[৫] প্রসঙ্গত: অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহরের জন্য সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

[৬] এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমাদের জনগণের দুর্দশা বাড়ুক এটা আমরা চাই না। রাজস্ব বাড়ার কারণে যদি দাম বাড়ে সেটার জন্য অর্থমন্ত্রণালয় দায়ী। আর বাকি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে দেখাশুনা করছে। অতীতেও সমস্যা হয়েছিল, পরে তা সমাধান হয়েছে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার কিছু বলা লাগবে না। এখন যে আলোচনা হয়েছে, তাই পরিস্কার ম্যাসেজ।

[৭] অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখন মন্ত্রী, মন্ত্রী হলে ব্যবসা করতে পারে না। এটা ইলিগ্যাল। আর আমি ব্যবসা করিও না। ভালোভাবে আপনারা সবাই জানেন। আমি সব কিছু বিক্রি করে বহু আগেই পরিষ্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়