শিরোনাম
◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে বেহাল সড়ক, বাড়ছে ভোগান্তি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: [২] জেলার উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ-সতুরচর পর্যন্ত প্রায় ৪ কি: মি: ইটের রাস্তাটির এখন বেহাল দশা। এ রাস্তার সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরা। মানুষ আর যানবাহনের এখন এই সড়কে চলাই দায় হয়ে পড়েছে। এর ফলে স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, পোষ্ট আফিস, ইউনিয়ন পরিষদ, থানা, বিভিন্ন এনজিও অফিসসহ গুরত্বপূর্ণ অফিসে যাতায়তে চরম সমস্যা সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে যায়। এতে ব্যবসায়ী এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে।

[৩] সরেজমিনে গত বুধবার দেখা যায়, ইমামগঞ্জ বাজার থেকে সতুরচর গ্রাম পর্যন্ত ৪ কি:মি: কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় ইটের সলিং উঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় এখন রাস্তার অনেক স্থান থেকে ইট চুরি হয়ে গেছে। আবার কোথাও হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ পোহাচ্ছে ৬ টি গ্রামের ৭ হাজার মানুষ।

[৪] রসুলপুর সতুচর ইসলামীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ জানান, ‘জমে থাকা পানির মধ্যে দিয়ে ঝুকি নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। কখনও কখনও জমে থাকা পানির নীচে খানাখন্দে পড়ে গিয়ে জামা-কাপড় ভিজিয়ে শিক্ষার্থীকে বাড়িতে ফিরে যেতে হচ্ছে।’

[৫] সতুরচরের জামিয়া রসুলপুর তাহারুননেছা হেফজুল কোর-আন মাদ্রাসার সহ-সভাপতি অহিদুল ইসলাম অহিদ বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন দৈনন্দিন প্রয়োজন মিটাতে কয়েক হাজার মানুষের চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পদ্মা সেতু বাস্তবায়নের কারণে বিক্রমপুরে আধুনিকতার ছোঁয়া লাগলেও অত্যান্ত দুঃখ্যের বিষয় এই রাস্তাটি ঢাক-মাওয় রোডের কাছে থাকা সত্যেও রাস্তাটির প্রতি কারো কোন সু-নজর নেই।একজন প্রসুতি মা'কে হাসপাতালে নিতে হলে মসজিদের খাটিয়া দিয়ে নিতে হয়। তাই অত্র এলাকার প্রাণের দাবী জন দুর্ভোগ লাগবে অতি জরুরী ভিত্তিতে যাতে কার্পেটিং করা হয় ।

[৬] সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ বলেন, ‘রাস্তাটির সম্পর্কে বাসাইল ইউপি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে আশা করছি জনসাধারণের দুর্ভোগ লাগবে ব্যবস্থা নেওয়া হবে । ’ সম্পাদনা: জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়