শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফিনে ঢুকিয়ে শাস্তি : এবার মাস্ক না পরার শাস্তি করোনায় মৃতদের কবর খোঁড়া!

ডেস্ক রিপোর্ট : করোনা থেকে রেহাই পেতে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। তবে এ বিধিনিষেধ না মানলে ইন্দোনেশিয়ায় দেয়া হচ্ছে অদ্ভুত এক শাস্তি। মাস্ক না পরায় শাস্তি হিসেবে করোনায় মৃতদের কবর খুঁড়তে দেয়া হয়েছে কয়েকজন ব্যক্তিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে। এর আগে জাকার্তার পূর্বাঞ্চলীয় কালিসারি এলাকায় মাস্ক না পরার শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করার শাস্তি দেওয়া হয় এবং কমপক্ষে এক মিনিট তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হয় । খবর বিবিসির।

জানা যায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বে গ্রেসিক অঞ্চলে মাস্ক না পরার জন্য আটজন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্তরা মৃতদের শেষকৃত্যে অংশ নেয়নি ।

এনগাবেতান গ্রামে কবরস্থানে একটি কবর খুঁড়তে কাজে লাগানো হয় শাস্তিপ্রাপ্ত দুই ব্যক্তিকে। সেই সময় কবর খননকারীর লোকের অভাব থাকায় এমন আইন অমান্যকারীদের এ কাজে লাগানো হয় বলে জানান এক কর্মকর্তা।

কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৪১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়