শিরোনাম
◈ হাদির জানাজা শনিবার বিকাল আড়াইটায়, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফিনে ঢুকিয়ে শাস্তি : এবার মাস্ক না পরার শাস্তি করোনায় মৃতদের কবর খোঁড়া!

ডেস্ক রিপোর্ট : করোনা থেকে রেহাই পেতে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। তবে এ বিধিনিষেধ না মানলে ইন্দোনেশিয়ায় দেয়া হচ্ছে অদ্ভুত এক শাস্তি। মাস্ক না পরায় শাস্তি হিসেবে করোনায় মৃতদের কবর খুঁড়তে দেয়া হয়েছে কয়েকজন ব্যক্তিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে। এর আগে জাকার্তার পূর্বাঞ্চলীয় কালিসারি এলাকায় মাস্ক না পরার শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করার শাস্তি দেওয়া হয় এবং কমপক্ষে এক মিনিট তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হয় । খবর বিবিসির।

জানা যায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বে গ্রেসিক অঞ্চলে মাস্ক না পরার জন্য আটজন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্তরা মৃতদের শেষকৃত্যে অংশ নেয়নি ।

এনগাবেতান গ্রামে কবরস্থানে একটি কবর খুঁড়তে কাজে লাগানো হয় শাস্তিপ্রাপ্ত দুই ব্যক্তিকে। সেই সময় কবর খননকারীর লোকের অভাব থাকায় এমন আইন অমান্যকারীদের এ কাজে লাগানো হয় বলে জানান এক কর্মকর্তা।

কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৪১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়