শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নেতার ছেলেকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কামনা করে রোহিঙ্গাদের দোয়া-মাহফিল

কায়সার হামিদ :[২] বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিপ্লবী নেতা হিসেবে পরিচিত কাশিম রাজা। তার ছেলে শাহ আলম চৌধুরী (প্রকাশ) রাজা শাহ আলমকে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে।

[৩] ৯ সেপ্টেম্বর রাজা শাহ আলম চৌধুরীকে আহ্ববায়ক ও আরও ৬ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

[৪] সেদিন সন্ধ্যা ৭ টায় সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদিত তালিকা আহ্বায়ক শাহ আলম চৌধুরী রাজার হাতে হস্তান্তর করেন জেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

[৫] পুরাতন রোহিঙ্গা হিসেবে পরিচিত রাজা শাহ আলম আওয়ামী লীগের ‘বড় নেতা’ হওয়ার খবরে খুশির আমেজ বিরাজ করছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। ক্যাম্পের বিভিন্ন মসজিদে শোকরানা মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রোহিঙ্গারা।

[৬] মোনাজাতে রোহিঙ্গাদের বিপ্লবী নেতার পুত্র রাজা শাহ আলমকে আগামিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে দোয়া করা হয়েছে। এই মোনাজাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় কক্সবাজার জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনা।

[৭] তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ওই আহ্বায়ক কমিটির এক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক এই আওয়ামী লীগ নেতার দাবি রাজা শাহ আলমকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে প্রতিপক্ষ রোহিঙ্গাদের দিয়ে এই দোয়া মাহফিল বা শোকরানা মোনাজাত করানো হয়েছে।

[৮] জানা গছে, ৬০ দশকে মিয়ানমার সরকারের চাপের মুখে বাংলাদেশে পালিয়ে আসেন কাশিম রাজা। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাহাড়ি এলাকায় বসবাস শুরু করেন সপরিবারে।

[৯] পরবর্তীতে সেই এলাকাতেই বসতি স্থাপন শুরু করেন রোহিঙ্গাদের বিপ্লবী এই নেতা। সেখানে জন্ম হয় কাশিম রাজা তিন পুত্র ও দুই কন্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়