আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] রোববার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
[৩] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ও পুলিশ সদস্য।
[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আদমদীঘি সদরে পশ্চিম বাজার এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড লিমিটেড-এর প্রতিষ্ঠানে বিষাক্ত গ্যাস ট্যাবলেট রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও বিষাক্ত গ্যাস ট্যাবলেট জব্দ, হাবিব ট্রেডার্সে বিষাক্ত গ্যাস ট্যাবলেট রাখার অপরাধে ৫হাজার টাকা জরিমানা, সরকার ট্রেডার্সে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং হামজা ট্রেডার্সের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে জব্দকৃত বিষাক্ত গ্যাস ট্যাবলেট ও পলিথিন ধ্বংস করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ