শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইক্রোসফটকে টপকে টিকটকের অংশীদারিত্ব কিনল ওরাকল

রাশিদুল ইসলাম : [২] টিকটককে বিক্রির জন্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেধে দেয়া সময়ের আর মাত্র দুইদিন বাকি ছিল। তার আগেই যুক্তরাষ্ট্রে টিকটককের অংশীদার বাইটড্যান্স মাইক্রোসফটকে প্রত্যাখ্যান করে ওরাকলের সঙ্গে চুক্তি করল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, টিকটক পুরোপুরি বিক্রি হচ্ছে না। ওই দুই কোম্পানি পার্টনারশিপে যুক্তরাষ্ট্রে ব্যবসা করবে।

[৩] ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে জানান, ১৫ সেপ্টেম্বরের ভেতর বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে এবং তা তার দেশের নিরাপত্তার জন্যে হুমকি। যদিও যুক্তরাষ্ট্রে টিকটকের অংশীদার বাইটড্যান্স তা নাকচ করে দেয়।

[৪] টিকটটের সঙ্গে কি ধরনের চুক্তি হয়েছে ওরাকল খুব দ্রুত সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে মাইক্রোসফট বিবৃতিতে বলে, ‘বাইটড্যান্স জানিয়েছে, তারা আমাদের কাছে বিক্রি করবে না। আমাদের প্রস্তাব টিকটক ব্যবহারকারীদের জন্য ভালো ছিল বলে বিশ্বাস করি। এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সেবাটি কীভাবে বিকশিত হয়, সেটি দেখতে আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

[৫] ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন ট্রাম্পের সমর্থক। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের জন্য তাকে তহবিল সংগ্রহ করতে দেখা যায়।

[৬] তবে টিকটক এক বিবৃতিতে বলেছে অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও তথ্য বিভ্রাটের সঙ্গে কোনো আপোস করা হবে না। যুক্তরাষ্ট্রে টিকটকে কাজ করছে ১০ হাজার মার্কিন নাগরিক। ওরাকল টিকটকের সঙ্গে অংশীদারিত্ব কিনে নেয়ায় লাখ লাখ মার্কিন নাগরিককের বিনোদন, যোগাযোগসহ তথ্য প্রযুক্তি চাহিদা পূরণের এ মাধ্যমটি অক্ষুণ্ন থাকল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়