তন্নীমা আক্তার : নিজের ‘খুল্লামখুল্লা’ ছবি প্রকাশ করে আলোচনায় আসাটা এক ধরণের ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা বেশি ঘটে। এবার সাবেক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ঝড় তুললেন ইনস্টাগ্রামে।
রোববার ইন্সটাগ্রামে বিকিনি পরনে সমুদ্রস্নানে ছবি প্রকাশ করেছেন জেসিয়া।সেই সাথে আলোচনার পাশাপাশি সমালোচনারও সম্মুখিন হতে হচ্ছে তাকে।
জেসিয়া ইসলাম, বাংলাদেশের মডেল এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৭-এর মুকুটধারী। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি।
https://www.instagram.com/p/CE6NjXKDzfu/
২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত।
২০১৩ সালে ২১ মার্চ বিয়ে করেন জান্নাতুল নাঈম। আড়াই মাস সংসারের পর তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রতিযোগিতার নিয়মে রয়েছে, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।
পরবর্তীতে প্রতিযোগিতার পাঁচদিন পর প্রতিযোগিতায় দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়, তিনি ষষ্ঠ গ্রুপে হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হন ও শীর্ষ ৪০-এ জায়গা অর্জন করেন।