শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেরিতে বেশি ট্রাক উঠানোর দাবী নিয়ে কাঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের সংর্ঘষ, আহত -৪

মাদারীপুর প্রতিনিধি :[২] ফেরিতে বেশি ট্রাক উঠানোর দাবী নিয়ে মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও সংর্ঘষের ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছে। এদিকে আজো নাব্যতা সংকটের কারনে মাত্র ৪/৫টি ফেরি কোনরকমে চলছে। বন্ধ রয়েছে রো রো ও ডাম্ব ফেরি। ঘাটে আটকা রয়েছে কয়েকশ ট্রাক।

[৩] বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএসহ একাধিক সুত্রে জানা যায়, নাব্যতা সংকটে ১০ দিন ফেরি চলাচল বন্ধের পর গত ২দিন ধরে দিনের বেলা কোনমতে ৪/৫টি কেটাইপ ফেরি চলছে। বন্ধ রয়েছে রো রো ও ডাম্ব ফেরি। রবিবার দুপুরে কেটাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে ৩টি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঠালবাড়ি ৩ নং ঘাটে পৌছে। ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন ধরে ঘাটে আটকা ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবী জানায়। কিন্তু ফেরিটির শুকানি জাকির হোসেন মাত্র ১টি ট্রাক নিতে চায়। এনিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে।

[৪] সংর্ঘষের শুরুতে ফেরির স্টাফরা বেপরোয়া আচরন করলে ব্যাপক সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে উভয় পক্ষ একে অপরের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। খবর পেয়ে ঘাটে কর্তব্যরত জেলা পুলিশ ও শিবচর থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

[৫] ঘাটে কর্তব্যরত পুলিশের পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বলেন, ফেরিতে ট্রাক বেশি উঠানো নিয়ে সংর্ঘষ বাধে। ওপার থেকে ৩টি ট্রাক নিয়ে পার হয় ফেরিটি। এপার থেকেও ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবী করে। ফেরি স্টাফদের দাবী নদীতে নাব্যতা সংকট থাকায় বেশি ট্রাক বহন করা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়