শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়ি পথে ১১ ঘণ্টায় ২৪ কি.মি. হেঁটে গ্রামবাসীর কাছে মুখ্যমন্ত্রী !

আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ি পথে ১১ ঘণ্টায় ২৪ কিলোমিটার পথ হেঁটে গ্রামবাসীর কাছে গেছেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। ৪১ বছর বয়সী মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে তাওয়াং থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত লংথাং গ্রামে যান। সেখানে গিয়ে তিনি নানা বিষয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মুক্তো এলাকা পেমাং খান্দুর নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে। তাওয়াং থেকে ৯৭ কিলোমিটার দূরে জঙ্গল-পাহাড়ে ঘেরা লুংথাং গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে যান তিনি। গত বৃহস্পতিবার এই যাত্রার কথা টুইট করে জানিয়েছেন পেমা খান্দু।

টুইটে পেমা খান্দু লেখেন, ‘খারপু লা (১৬ হাজার ফুট) অতিক্রম করে লুংথাং (১৪ হাজার ৫০০ ফুট) যাওয়ার এই অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। লুংথাংয়ের বাসিন্দাদের সঙ্গে কথা হলো। তাদের সুবিধা-অসুবিধার কথা শুনলাম। সরকারের সব রকমের সুবিধা যেন সেখানে পৌঁছায় সেই চেষ্টা করব।’

লুংথাং গ্রামে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় ১০টি ঘর রয়েছে। সেখানে ৫০ জন বাস করেন। তাদের সঙ্গে দেখা করতেই ১১ ঘণ্টা ট্রেক করেছেন পেমা খান্দু। লুংথাং যাওয়ার কোনো পাকা রাস্তা না থাকায় পাহাড়ি রাস্তা পেরিয়ে সেখানে যেতে হয়। তবে এই যাত্রার সময় আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। শুধু খারপু লা নয়, এই যাত্রাপথের মধ্যে অসংখ্য লেক অতিক্রম করতে হয়।

অরুণাচলের মুখ্যমন্ত্রী গ্রামটিতে গিয়ে সেখানকার এক স্থানীয়ের বাড়িতে দুই রাত কাটিয়েছেন। তিনি সেখানে তাওয়াংয়ের বিধায়ক সেরিং তাশি, তাওয়াং মনেস্ট্রির সাধু ও গ্রামবাসীসহ জাংচুপ স্তূপে একটি প্রার্থনা সভায় অংশ নেন। এই স্তূপ তৈরি করা হয়েছিল পেমা খান্দুর বাবা, অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দর্জি খান্দুর নামে। ২০১১ সালের ৩০ এপ্রিল তাওয়াং থেকে ইটানগর যাওয়ার সময় এই লুংথাং গ্রামের কাছেই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি।

লুংথাং গ্রামের বাসিন্দারা ব্রোকপা উপজাতির। তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। গ্রীষ্মকালে পশুপালনের জন্য হিমালয়ের উপরের দিকে উঠে যান তারা। শীতকালে আবার নিজেদের গ্রামে তারা ফিরে আসেন। এই এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করতেই এ দীর্ঘ পথ হাঁটলেন করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।

সূত্র: এনডিটিভি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়