আল মামুন: মা ছেলের সাথে ক্রিকেট খেলছে- এ তো দারুণ এক দৃশ্য। এ দেশে কয়টা মা ছেলের সাথে এভাবে মাঠে নেমে পড়বে! তারপরে যদি দেখি বোরখায় সম্পূর্ণ ঢাকা এক মা ছেলের সাথে নেমে পড়েছে ঢাকার এক মাঠে- তখন তো ওই বোরখা পরা মেয়েটার সপ্রতিভতাকে তারিফ করতেই হয়! অথচ, খুব প্রগতিশীলতা কচলানো মানুষগুলোকে দেখছি মা-ছেলের এই প্রাণের খেলা না দেখে প্রথমে নজর দিচ্ছে বোরখার দিকে। বোরখা দিয়ে তথাকথিত এসব প্রগতিশীলরা অনেক কিছু মাপে, কেবল নিজের চোখের ঠুলিটার মাপজোখ করে না। ফেসবুক থেকে