শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: [২] পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারা পৃথিবীর মানুষের কাছে শেখ হাসিনা আজ উন্নয়নের নেত্রী, সততার নেত্রী হিসেবে পরিচিত।

[৩] তিনি মাদার অব হিউম্যানিটি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে। তাঁর নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। তারই ধারাবাহিতায় সারাদেশের ন্যায় শরীয়তপুরের উন্নয়নের জন্য যা যা করণী তা করা হবে।

[৪] শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি তিনি এসব কথা বলেন।

[৫] এসময় তাঁর সঙ্গে ছিলেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক কাজী আবু তাহের, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, এনায়েত উল্যাহ মুন্সী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, স্বাচিপ নেতা ডা. তৌহিদুজ্জামান মুন্সী, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ইউপি চেয়ারম্যান সেলিনা রতন, রাশেদ আজগর সোহেল মুন্সী প্রমূখ।

[৬] এনামুল হক শামীম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। কিন্তু ঘাতকের দল তা করতে দেয়নি। পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশের হাল ধরেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মেধা, সততা, নিষ্ঠা, শ্রম ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য মর্যাদায় আসীন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়