শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] “হ্যালো এম্বুলেন্স” নতুন সেবা চালু করলো সিএমপি পাঁচলাইশ মডেল থানা !

রাজু চৌধুরী: [২] করোনাকালীন মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে চট্টগ্রাম ফিনলে স্কয়ারের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ খালেদের করোনা জয়ী মা সালেহা ফয়েজ করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে কোতোয়ালী ও পাঁচলাইশ থানায় দুটি ফ্রী এম্বুলেন্স দান করলেন। পাঁচলাইশ থানা এলাকার করোনা রোগি ছাড়াও যেকোনো মুমূর্ষ রোগীর জরুরী ভিত্তিতে হাসপাতাল বা ক্লিনিকে পৌঁছানোর প্রয়োজনে হ্যালো অ্যাম্বুলেন্স পাঁচলাইশ বিনামূল্যে পৌঁছে যাবে।

[৩] করোনা জয়ী চট্টগ্রাম ফিনলে স্কয়ারের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ খালেদ জানান, আমরা নিজেরাই পুরো পরিবার করোনা আক্রান্ত হয়েছিলাম আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠি। আমরা খুব কাছ থেকে দেখেছি করোনা আক্রান্ত অসহায় মানুষের কস্ট। করোনা আক্রান্ত অসহায় মানুষের কথা চিন্তা করে আমার মা বলেছিলেন রোগীদের সেবায় এম্বুলেন্স দিবেন। তাই মায়ের ইচ্ছা অনুযায়ী এই ফ্রী সেবা দিতে এম্বুলেন্স দুটি দান করলাম।

[৪] পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, হ্যালো এম্বুলান্স পাঁচলাইশ থানা এলাকার অসুস্থ ও অসহায় মানুষের জন্য একজন করোনাজয়ী মায়ের শুভেচ্ছা উপহার। আমি এই মায়ের অবদানকে গভীর সম্মান জানাই এবং দীর্ঘায়ূ ও কল্যাণ কামনা করছি।

[৫] করোনাকালীন পুলিশি সেবার প্রতি সন্মান জানিয়ে ও করোনা রোগীর অসহায়ত্বের কথা বিবেচনায় নিয়ে কোতোয়ালী এবং পাঁচলাইশ থানায় দুটি এম্বুলেন্স দান মানবতার এক প্রকৃষ্ট উদাহরণ। তিনি আরো জানান এর জন্য ড্রাইভারও নিয়োগ দেয়া হয়েছে। জরুরী প্রয়োজনে যেকোনো মুহূর্তে এই নাম্বারে ০১৭৬৯৬৯৫৬৭০, ০৩১৬৫২৭৯৭ কল করে পাঁচলাইশ বাসী হ্যালো এম্বুলেন্স সেবা নিতে পারবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়