শিরোনাম
◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া ওয়েবসাইড খুলে কেনাকাটার নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি: [২] ভুয়া ওয়েবসাইড তৈরি করে করে বিভিন্ন লোকজনকে কেনাকাটার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরের তিন যুবককে আটক করেছে র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ টি ল্যাপটপ, ১ টি মনিটর, ১ টি সিপি ইউ, ৫ মোটর মোবাইল ও ১ টি মোটর সাইকেল। এই ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যশোর কোতয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

[৩] আসামিরা হলো, যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ (২০), চান পাড়ার মশিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান (২১) ও হামিদপুর পশ্চিমপাড়ার আব্দুল লতিফের ছেলে আহসান কবীর রনি (২০)।

[৪] পুলিশ পরিদর্শক র‌্যাবের ডি এ ডি আব্দুল মতিন দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ভূয়া ওয়েবসাইডের মাধ্যমে ‘দারাজ’ নামক অন লাইন সপ থেকে ওয়েব সাইড তৈরি করে কেনাকাটার প্রলোভন দেখাতো। এরপর বিকাশ নম্বর ব্যবহার করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে র‌্যাব তথ্যানুসন্ধান চালায়। সোর্স মারফত জানতে পারে যশোরের শাহরিয়ার আজম আকাশ নামে এক যুবক এই কাজের সাথে সম্পৃক্ত।

[৫] তাকে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে শার্শার গোগা গাজীপাড়া এক বন্ধুর বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ, মোবাইল ফোনসেট ও একটি ইয়ামা আর-১৫ মোটরসাইকেল জব্দ করা হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারে অপর দুই সহযোগি মুশফিকুর রহমান ও আহসান কবীর রনির এই কাজে জড়িত। পরে তাদেরকেও আটক করে ল্যাপটপ, মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

[৬] এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর দেয়া দরিদ্র মানুষের উপহার আড়াই হাজার টাকা নেয়ার ক্ষেত্রেও নানা প্রতারনার আশ্রয় নিয়েছে এই প্রতারকচক্র। গত ৩ মাসে এই চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়