শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা অনন্য : চীন

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানকে সমর্থন করে শুক্রবার এ কথা বলেছে চীন। সন্ত্রাস দমনে দেশটির যে অনস্বীকার্য আত্মত্যাগ রয়েছে সে কথাও উল্লেখ করেছে চীন। টাইমস অব ইন্ডিয়া

[৩] চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘সন্ত্রাস এখন প্রতিটি দেশের জন্যই একটা চ্যালেঞ্জ। পাকিস্তান এক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির এই ত্যাগকে স্বীকৃতি দিয়ে এ ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া উচিত। চীন যে কোনো ধরনের সন্ত্রাসকেই অপছন্দ করে।’

[৪] ইউএস-ইন্ডিয়া কাউন্টার-টেরররিজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং ডিজাইগনেশন ডায়ালগে যুক্তরাষ্ট্র ও ভারত মত প্রকাশ করে, পাকিস্তানকে দ্রুতই স্থায়ী এবং অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে দেশটির কোনো স্থানই সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করতে পারবে না কোনো সন্ত্রাসী গ্রুপই।

[৫] গ্রুপটির ১৭তম বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেরররিজমের যুগ্মসচিব মহাবীর সিংভি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেরররিজম সমন্বয়ক দূত নাথান এ সেলস সন্ত্রাস মোকাবেলায় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় সন্ত্রাস দমনে দেশ দুটি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

[৬] মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রুপগুলোর হুমকি মোকাবেলা নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে এবং সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব সন্ত্রাসী গ্রুপের মধ্যে রয়েছে আল-কায়েদা, আইএসআইএস, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়