শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা অনন্য : চীন

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানকে সমর্থন করে শুক্রবার এ কথা বলেছে চীন। সন্ত্রাস দমনে দেশটির যে অনস্বীকার্য আত্মত্যাগ রয়েছে সে কথাও উল্লেখ করেছে চীন। টাইমস অব ইন্ডিয়া

[৩] চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘সন্ত্রাস এখন প্রতিটি দেশের জন্যই একটা চ্যালেঞ্জ। পাকিস্তান এক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির এই ত্যাগকে স্বীকৃতি দিয়ে এ ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া উচিত। চীন যে কোনো ধরনের সন্ত্রাসকেই অপছন্দ করে।’

[৪] ইউএস-ইন্ডিয়া কাউন্টার-টেরররিজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং ডিজাইগনেশন ডায়ালগে যুক্তরাষ্ট্র ও ভারত মত প্রকাশ করে, পাকিস্তানকে দ্রুতই স্থায়ী এবং অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে দেশটির কোনো স্থানই সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করতে পারবে না কোনো সন্ত্রাসী গ্রুপই।

[৫] গ্রুপটির ১৭তম বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেরররিজমের যুগ্মসচিব মহাবীর সিংভি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেরররিজম সমন্বয়ক দূত নাথান এ সেলস সন্ত্রাস মোকাবেলায় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় সন্ত্রাস দমনে দেশ দুটি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

[৬] মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রুপগুলোর হুমকি মোকাবেলা নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে এবং সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব সন্ত্রাসী গ্রুপের মধ্যে রয়েছে আল-কায়েদা, আইএসআইএস, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়