শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড শনাক্ত রোগীর ৬৫ দশমিক ৯ শতাংশই ঢাকার বাইরে

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নমুনা পরীক্ষায় ঢাকায় প্রতি ১১ জনে ১ জন এবং ঢাকার বাইরে প্রতি ৪ জনে ১ জন করোনা রোগী শনাক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকা মহানগরে। বাকি ৪০ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকার বাইরে। দেশে এখন ৯৪টি পরীক্ষাকেন্দ্রে করোনা শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ৫৪টি আর ঢাকার বাইরে ৪০টি।

[৩] পরীক্ষাকেন্দ্র নেই এমন দুটি জেলার সিভিল সার্জন নাম না প্রকাশের শর্তে বলেন, তাদের জেলায় পরীক্ষাকেন্দ্র চালু করতে বেশ কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। জেলায় পরীক্ষাকেন্দ্র না থাকায় নমুনা সংগ্রহ, সংরক্ষণ এবং অন্য জেলায় তা পরিবহনে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। জেলায় পরীক্ষাকেন্দ্র না থাকায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট এমন উপসর্গ থাকলেই নমুনা নেওয়া হচ্ছে।

[৪] গতকাল পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে শনাক্ত রোগীদের এলাকাভিত্তিক তথ্য দেওয়া হয়। গতকাল পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৭২৩ জন রোগীর এলাকাভিত্তিক তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট শনাক্ত রোগীর ৬৫ দশমিক ৯ শতাংশ ঢাকার বাইরের। আর শনাক্ত রোগীর ৩৪ দশমিক ১ শতাংশ ঢাকা মহানগরের।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) হাবিবুর রহমান বলেন, যেসব জেলায় পরীক্ষাকেন্দ্র নেই সেখানকার সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে। সুযোগ পাওয়ামাত্রই জেলায় পরীক্ষাকেন্দ্র চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়াতে কাজ চলছে।

[৬] বিশেষজ্ঞ বলছেন, সরকার জেলা পর্যায়ে পরীক্ষার পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারেনি। ঢাকার বাইরে পরীক্ষা বেশি হলে শনাক্ত রোগীর সংখ্যা আরও বেশি হতো। জেলা ও উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহ সীমিত। এ কারণে নমুনা সংগ্রহকারীরা সন্দেহভাজন রোগীদের উপসর্গ নিশ্চিত হয়েই নমুনা নিচ্ছেন। অন্যদিকে ঢাকা মহানগরে অনেক বেসরকারি প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করছে, উপসর্গ না থাকলেও অনেকে সেখানে পরীক্ষা করাতে পারছেন। ঢাকায় বিদেশগামী অনেক যাত্রীর পরীক্ষার তথ্যও যুক্ত করা হচ্ছে।

[৭] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, প্রতি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা থাকলে শনাক্ত রোগীর সংখ্যা আরও বাড়ত। সব জায়গা থেকে সমানসংখ্যক নমুনা সংগ্রহ না করা হলে সংক্রমণের তথ্যেও ভুল থাকবে। প্রতিটি জেলায় দ্রুততম সময়ে করোনার পরীক্ষাকেন্দ্র চালু করা জরুরি। ঢাকার বাইরে নমুনা সংগ্রহের সংখ্যা বাড়াতে হবে। সূত্র: প্রথম আলো অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়