শিরোনাম
◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আদনান হোসেন: [২] ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জুলেখা আক্তার শিখা নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

[৩] শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

[৪] নিহত জুলেখা আক্তার শিখা (২৫) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মেহেদি হাসানের স্ত্রী। তার বাবার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, বাড়ি আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায়।

[৫] পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে হঠাৎ প্রস্রাবের বেগে পেলে ঘুম ভেঙ্গে যায় স্বামী মেহেদী হাসানের। এসময় তার স্ত্রী জুলেখাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কক্ষের ভিতরে ফাইল কেবিনেটের সাথে হেলানো দিয়ে বসে থাকতে দেখে। পরে মেহেদীর ডাকে পরিবারের অন্য সদস্যরা এসে গৃহবধূ জুলেখাকে মৃত অবস্থায় দেখতে পায়।খবর পেয়ে পুলিশ সকালে ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

[৬] পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে জুলেখা আক্তার শিখার গলায় চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বামী মেহেদী হাসানকে আটককরা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৭] ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্বামীকে আটক করা হয়েছে। স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তের পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়