গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যাত্রাপুর গ্রামে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে আকস্মিক বৃষ্টির সাথে প্রচন্ড বেগে বজ্রপাত হচ্ছিল। এসময় শামসুল হক মিয়ার ঘরের আঙিনায় থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।
[৩] পরে গ্যাসের রাইজার থেকে আগুন দ্রুত শামসুল হক মিয়ার আধাপাকা বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে বজ্রপাত ও অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
[৪] বজ্রপাত ও অগ্নিকাণ্ডে খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় দুই ঘন্টা ব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[৫] এসময় ক্ষতিগ্রস্থ শামসুল হক জানান, বৃহস্পতিবার ভোর রাতে আকস্মিক বৃষ্টির সাথে প্রচন্ড বেগে বজ্রপাত হচ্ছিল। এসময় আমার ঘরে আঙিনায় থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।
[৬] পরে গ্যাসের রাইজার থেকে আগুন দ্রুত ছড়িয়ে আমার বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে তার ঘরে আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী