মনিরুজ্জামান: [২] চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সন্ধায় চাকু মেরে তরিকুল ইসলাম (২৫) নামের এক আলমসাধু চালককে খুন করা হয়েছে।
[৩] জানাগেছে. বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহা স্টোরের কর্মচারী রিফাত উদ্দীনের সাথে আলমসাধু চালক মো. তরিকুল ইসলাম নামের কথাকাটি হয়। এর এক পর্যায়ে উক্ত রিফাত তার হাতে থাকা বুমা (বস্তা থেকে চাউল চেক করার জন্য চাকু সাদৃশ্য বস্তু) দিয়ে তরিকুলের পেটে আঘাত করে।
[৪] এত সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তাকে তাৎক্ষনিক চুয়াডাঙ্গা হাসপাতালে নেবার সময় পথি মধ্যেই তরিকুল মারা যায়। হতভাগ্য তরিকুল সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের মঈন উদ্দীনের ছেলে বলে জানাগেছে। আঘাতকারী রিফাতের বাড়ীও সদর উপজেলার পুরাতন যাদবপুর গ্রামে।
[৫] নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী