কামাল হোসেন : [২] গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
[৩] গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসেবে কয়েক মাস আগে যোগদানের পর দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দাদের স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের ব্যবস্থা করে দেশ-বিদেশের মিডিয়ায় ব্যাপক সারা ফেলেন। যৌনকর্মীদের দাফনের ব্যবস্থা করা ছাড়াও ধর্ষিতা কুমারী মায়ের সন্তানকে নিজে আকিকা করে সামাজিক চাপমুক্ত করা,
[৪] ওসিকে 'স্যার' সম্বোধন বন্ধ, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে গাছতলায় ‘জনগণের দরবার’ বসিয়ে জনগণকে সেবা প্রদান করাসহ বিভিন্ন মানবিক কর্মকান্ডের কারণে ওসি আশিকুর রহমানকে এলাকাবাসী মানবিক ওসি হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া এলাকার যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে তিনি নিজেই খেলোয়াড় হিসেবে প্রতিদিন মঠে উপস্থিত থাকতেন। এ কারণে যুব সমাজের কাছেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
[৫] গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওসি আশিকুর রহমানের বদলী আদেশের বিষয়টি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠার পাশাপাশি এলাকাবাসী মানববন্ধনের কর্মসূচী পালন করে। সম্পাদনা: সাদেক আলী