শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল-২০২০ আসরে কোন দলের অধিনায়ক কে

স্পোর্টস ডেস্ক: [২] অবশেষে আইপিএলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। আইপিএলের ১৩ তম আসর।

[৩] সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

[৪] আসুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রতিটি দলের অধিনায়কের তালিকা

১। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে আইপিএলে ৩ বার শিরোপা এবং সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলেছে তারা। তাই যতদিন মহেন্দ্র সিং ধোনি খেলছেন ততদিন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক তিনি।

২। গতবারের মত দিল্লি ক্যাপিটালসে অধিনায়ক থাকছেন তরুণ শ্রেয়স আয়ার।

৩। কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক বর্তমান সময়ের সেরা ভারতীয় ব্যাটসম্যানদের একজন কে এল রাহুল।

৪। ২০১২ এবং ২০১৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

৫। আইপিএলের চারবার শিরোপাধারী দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা।
রোহিত শর্মা হাত ধরে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

৬। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলস চূড়ান্ত অধিনায়ক এর নাম এখনো জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

৭। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের সবচেয়ে তারকাখচিত দল এটি। তারকাখচিত এই দল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। আর বরাবরই এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

৮। ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অবশেষে আবারো সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্বে থাকছেন তিনি।- আইপিএল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়