স্পোর্টস ডেস্ক: [২] অবশেষে আইপিএলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। আইপিএলের ১৩ তম আসর।
[৩] সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
[৪] আসুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রতিটি দলের অধিনায়কের তালিকা
১। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে আইপিএলে ৩ বার শিরোপা এবং সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলেছে তারা। তাই যতদিন মহেন্দ্র সিং ধোনি খেলছেন ততদিন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক তিনি।
২। গতবারের মত দিল্লি ক্যাপিটালসে অধিনায়ক থাকছেন তরুণ শ্রেয়স আয়ার।
৩। কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক বর্তমান সময়ের সেরা ভারতীয় ব্যাটসম্যানদের একজন কে এল রাহুল।
৪। ২০১২ এবং ২০১৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
৫। আইপিএলের চারবার শিরোপাধারী দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা।
রোহিত শর্মা হাত ধরে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
৬। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলস চূড়ান্ত অধিনায়ক এর নাম এখনো জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
৭। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের সবচেয়ে তারকাখচিত দল এটি। তারকাখচিত এই দল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারিনি। আর বরাবরই এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
৮। ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অবশেষে আবারো সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্বে থাকছেন তিনি।- আইপিএল নিউজ