শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুবুল হক সুমন: এখন সবাই বিনিয়োগের ভাবনা নিয়ে কোটি টাকা মুনাফার আশায় রাজনীতিতে আসে

মাহবুবুল হক সুমন: কিশোর বয়সে রাজনীতির দীক্ষা নিতে গিয়ে শুনতাম,নেতা মানে অগ্রপথিক, পথনির্দেশক।  রাজনীতি সব কাজের সেরা কাজ, সমাজকর্ম, জনগণের সেবা। একজন সত্যিকারের রাজনৈতিক কর্মী সমাজের কাছে আদর্শ মডেল, হিরো।  নিজের খেয়ে এরা পরের মহিষ তাড়ায়,সে প্রেরনায়,সেরাদের সেরা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ করে কোন পেশার জীবনকে গুরুত্ব দেবার চাইতে রাজনীতিকে বেশী গুরুত্ব দিতে হয়েছে। স্বৈরাচার হটাতে সাম্প্রদায়িকতা রুখতে গণতন্ত্র উদ্ধার করার কাজকে ঈমানী কাজ ভেবেছি। বাবা, মায়ের কথা মাথায় না নিয়ে তাদের দেয়া পয়সায় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। সেটা ছিল দিতে আসা নিতে আসা নয়। প্রশিক্ষন,  চর্চা বাস্তব পরীক্ষা দিতে দিতে কর্মী, কর্মী থেকে নেতা হবার চেষ্টা, আগুনে সময় পার করা সম্ভাবনা সোনালী সময় ফেলে আসা।

দিন গেল পরিস্থিতি পাল্টে গেল, গনতন্ত্র এলো সামাজিক অনাচার রুখার সুযোগ এলো অথচ অবক্ষয় এলো মূল্যবোধের।

এখন আর কেউ ভালো কিছুর আশায় সরল প্রানে দেশ ও দশের কল্যানে রাজনীতিতে আসে না। এখন সবাই বিনিয়োগের ভাবনা থেকে আসে, কোটি টাকা মুনাফার আশায় আসে। মনের ভিতর সুপ্ত থাকে না কারোর প্রতি অঙ্গীকার, থাকে লুটে নেবার লোভ লালসা খেলা। তাই উপর থেকে নীচে সবখানে সর্বগ্রাসী অস্থিরতা ,অপকর্ম করে হলেও সফল হবার হীন প্রবৃত্তি।

অচেনা এখন সমাজ বাস্তবতাও। মেকি প্রলেপে কালোকে কালো সাদাকে সাদা কেউ বলেই না, যেনো বলাটাই দুর্বলতা কিংবা অপরাধ। তাই দলের প্রতি কারো দ্বায়িত্ববোধ নাই। দল বেঁচে খাওয়ায় লজ্জা নাই। দলের সুনাম ভাবমূর্তি রক্ষায় মনো সংযোগ নাই। নজর নাই। দল বেঁচে খাওয়া হয়,নেতা বেঁচে খাওয়া হয়। ধান্দাকে মোটো বানিয়ে ফেলা হয়। চাটুকারী, চামচামী,ধাপ্পাবাজিতে কম সময়ে পদ বাগিয়ে নেয়া যায়। কম সময়ে কেন্দ্র থেকে তৃণমূল, সব জায়গায় পচন, দুগন্ধ ছড়িয়ে পড়ে। টাকায় আদর্শ ম্লান হয়ে যায়, দায়বদ্ধতা হারিয়ে যায় সঠিক নেতা বেছে নেয়া, সঠিক মানুষটি খুজে বের করার সঠিক অনুসন্ধান নাই, বিশ্লেষন নাই। যেনো এক ঘোর লেগেছে দেশ জুড়ে। মাঝে মাঝে ভুল পথে কানামাছি খেলছি ভেবে আকুল হই,মাঝে বিরক্তি ভর করে। তবু পথ চলতে হয় কারন রাজনীতি ছাড়া আর কিছু ভালো ভাবে একাগ্র নির্মোহ ভাবে করার প্রশিক্ষণ যে নাই।

তবু হতাশ নই। জানি কুয়াশা কাটছে, কাটবে।  আজকে কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জন্জাল। সতেজ সমৃদ্ধ মহান জাতির জনকের স্বপ্নে জ্বলজ্বলে এক সোনার বাংলাদেশ, পবিত্র এক দল দেখবোই আর খাঁটি সত্যের মূল্যায়ন হবেই,সেই প্রত্যাশায় পথ চলি। শেষ হয়ে  হয় না শেষ অন্তহীন পথচলা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়