জাকির আকন : [২] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তাড়াশের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু হাসান মির্জা আজ সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
[৩] সোমবার ( ৭ সেপ্টম্বর) ভোর ৫টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
[৪] পারিবারিক সূত্রে জানা যায়, করোন আক্রান্ত হয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মির্জা (৬০) রোববার ঢাকার ইবনে সিনা হাসপাতালে তাকে আই,সি,সি ইউতে লাইফ সার্পোটে রাখা হয়েছিল।
[৫] তার মুত্যুতে সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আবদুল আজিজ ও তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি এক বিবৃতিতে শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনাজ্ঞাপন করেছেন।
[৬] তাকে তার নিজ গ্রাম ভাদাসের কবরস্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। সম্পাদনা : হ্যাপি