শিরোনাম
◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার বুড়িচংয়ে তিন রংয়ের পদ্মফুল

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [২] জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম। এখানে অন্তত দশ একর জমিতে ফুটে আছে পদ্মফুল। নীল, সাদা ও হলুদ রংয়ের পদ্মফুল ফুটে আছে বিলজুড়ে। উপরে শরতের নীল আকাশের সাথে বিলে পদ্মের হাসিতে স্বর্গীয় আবেশ তৈরী হয়েছে। এ কারনে দর্শনার্থীদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের পদ্মবিল।

[৩] রোববার সকালে সরেজমিনে বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে গিয়ে দেখা যায়, বিলের পাশে সারি সারি নৌকা বাঁধা। দর্শনার্থীরা নৌকা ভাড়া করছেন। পরিবার পরিজন নিয়ে পদ্মবিলে ঘুরছেন। পদ্মফুলের পাশাপাশি রয়েছে সাদা নীল শাপলা।

[৪] পদ্মবিলের মাঝে নানান প্রজাতির পাখি উড়াউড়ি করছে। ডাহুক, সারস, বালিহাস খাবারের খুঁজে ঘুরে ফিরছে। বিলের মাঝে ফুটে আছে হলুদ,নীল ও সাদা রংয়ের পদ্মফুল।

[৫] স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহিন জানান, কিছুদিন আগে এখানে ঢাকা বিশ^বিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা এখানে পদ্মফুলের উপর গবেষণা করেছেন। বিকেলে দর্শনার্থীরা আসেন। আমরা পদ্মবিলের বিষয়ে কিছু বিধি নিষেধ জারি করেছি।

[৬] বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে বিলের যে সব পদ্ম ফুটে সেসব পদ্ম আকারে বেশ বড়। তিন রংয়ের পদ্ম বাংলাদেশে এটাই প্রথম। তবে রক্ষানাবেক্ষনের অভাবে তা এখন হুমকির মুখে আছে।

[৭] পদ্ম বিলের মাঝে নৌকা চালান সোহেল। তিনি জানান, পদ্মবিল সংরক্ষন করতে না পারলে অদূর ভবিষ্যতে তা হয়তো আর থাকবে না।

[৮] বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, বুড়িচংয়ের পদ্মবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন আমেরিকাতে এমন পদ্মফুল ফুটে। আর বাংলাদেশে বুড়িচংয়ে রয়েছে এমন পদ্মফুল।

[৯] এই বিলে যে পদ্ম ফুটে তা নিশ্চয়ই অনেক দর্শনীয়। কুমিল্লা জেলা প্রশাসন এই বিলটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়