রাশিদুল ইসলাম : [২] ক্যালিফোর্নিয়ার ইস্ট স্যালিনা শহরে ‘ট্যাকো বেল’ নামে এক রেস্তোরাঁর সামনে রাস্তায় বসেই অনলাইনে ক্লাস করছে দুই ক্ষুদে পড়ুয়া। ওই রেস্তোরাঁর ফ্রি ওয়াইফাই ব্যবহার করে পড়াশোনার এ দৃশ্য ভাইরাল হয়ে পড়ে। এমএসএম
[৩] কোভিডে স্কুল বন্ধ দেখে অনেক শিক্ষার্থীর পক্ষে ইন্টারনেট সুবিধা পাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু তাদের মধ্যে অদম্য চেষ্টার কমতি নেই। গোটা বিশ্বেই যে ডিজিটাল বৈষম্যের চিত্র সমান সে কথাই মনে করিয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার এই ছবি।
[৪] রেস্তোঁরার সামনের ওই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই দুই শিশুর জন্য সাহায্যের আবেদন করেন @ms_mamie89 নামে এক নারী অ্যাকাউন্ট হোল্ডার। এটিও ভাইরাল হয়।
[৫] পোস্টে লেখা হয়, এই দুই ছোট্ট মেয়ে স্কুলের পড়াশোনার জন্য ট্যাকো বেল রেস্তোরাঁর সামনে রাস্তায় বসে পড়ছে। কারণ, সেখানে ফ্রি ওয়াইফাই কানেকশন পাওয়া যায়। কোভিড সময়ে প্রিস্কুল থেকে কলেজ সব স্তরের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা করা উচিত।
[৬] মন্টেরে শহরের সুপারভাইজার লুইস অ্যালেজো দাবি তোলেন, কালিফোর্নিয়ার সব শিক্ষার্থীর ইন্টারনেটের অভাব দূর করতে হবে। সবার জন্য চাই ব্রডব্যান্ড কানেকশন।
[৭] লুইস অ্যালজোর টুইটের পরেই স্যালিনার শিক্ষা দফতর উদ্যোগী হয়। ছবির ওই দুই শিশু যাতে রাস্তার বদলে বাড়িতে বসেই অনলাইন ক্লাস করতে পারে তার জন্য ওয়াইফাই হটস্পট-এর ব্যবস্থা করে শিক্ষা দফতর।